Facebook Page Plugin এর মত এটিও একটি জনপ্রিয় সোসিয়াল মিডিয়া Widget. এটি ব্লগের সাইড বারে যুক্ত করে রাখলে আপনার Twitter একাউন্টের ফলোয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি নিশ্চয় জানেন যে, সোসিয়াল মিডিয়াগুলিতে যার যত বেশী ফলোয়ার থাকে তার ব্লগে/ওয়েবসাইটে তত বেশী ভিজিটর পাওয়ার সম্ভাবনা থাকে।
আজ আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ব্লগের সাইডবারে Twitter Widget যুক্ত করতে হয়। আমি যে পদ্ধতীতে দেখাবো এটি কোন প্রকার Third Party Plugin এর মাধ্যমে নয়। এটি Twitter এর অফিসিয়াল পদ্ধতী। সম্প্রতি Twitter তাদের ওয়েবসাইটের Plugin টি Html5 ব্যবহার করে আপডেট করেছে। সেই জন্য দ্রুত লোড নেওয়ার পাশাপাশি দেখতেও অনেক আকর্ষণীয় হয়েছে।
- আরোও পড়ুন - কিভাবে ব্লগে Facebook Page Plugin Widget যুক্ত করতে হয়
- আরোও পড়ুন - ব্লগারের জন্য আকর্ষণীয় Floating Social Media Sharing Buttons
- আরোও পড়ুন - ব্লগ পোষ্টের নিচে যুক্ত করুন Social Media Sharing Buttons
কিভাবে ব্লগে যুক্ত করবেনঃ
- প্রথমে আপনার Twitter Account এ লগইন করুন।
- তারপর এই লিংকে ক্লিক করলে নিচের চিত্রেরমত Create অপশন দেখতে পাবেন।
- এখানে তীর চিহ্নিত Create New বাটনে ক্লিক করলে নিচের চিত্রটি দেখতে পাবেন।
- এখানে Username এর জায়গায় আপনার Twitter Account এর Username দেন।
- তারপর Height এর জায়গায় আপনার পছন্দমত সংখ্যা দেন।
- বাকী অপশনগুলি উপরের চিত্রেরমত রাখলেই হবে।
- সবশেষে নীল রংয়ের Create Widget বাটনে ক্লিক করলে নিচের চিত্রটির মত Html এবং JavaScript কোড দেখতে পাবেন।
0 টি মন্তব্য: Post Yours! Read Comment Policy ▼
লক্ষ্য করুনঃ
পোষ্টের সাথে সম্পৃক্ত নয় এমন কোন কমেন্ট করা যাবে না। কোন কারণ ব্যতীত আপনার ব্লগের লিংক শেয়ার করতে যাবেন না। সবসময় গঠনমূলক মন্তব্য প্রদানের চেষ্টা করবেন। আমরা সবার মতামত সমানভাবে মূল্যায়ন করি এবং যথাসময়ে প্রতি উত্তর দেয়ার চেষ্টা করি।
একটি মন্তব্য পোস্ট করুন