আবারও আরেকটি নতুন ফ্রি Responsive এবং SEO Friendly Blogger Template শেয়ার করতে যাচ্ছি। এই টেমপ্লেটি সম্পূর্ণ বিনা মূল্যে সবার সাথে শেয়ার করব। এটিতেও অনেক আকর্ষণীয় Features এর সমন্বয়ে তৈরি করা হয়েছে। এই টেমপ্লেটটি পরিপূর্ণ Responsive ডিজাইনের Break Point যুক্ত করা হয়েছে। যার ফলে ভিজিটররা যে কোন ধরনের ডিভাইস থেকে সহজে ভিজিট করে পরিষ্কার দেখতে পাবে।
টেমপ্লেটটিকে বিভিন্ন সাইজের বিজ্ঞাপন শো করানোর উপযোগি করে তৈরি করা হয়েছে। আপনি যদি Google Adsense বিজ্ঞাপন ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই টেমপ্লেটটি ব্যবহার করে ভাল সুবিধা নিতে পারবেন। তাছাড়া Popular Post সহ ব্লগের বিভিন্ন ডিফল্ট উইজেট গুলিতে বিভিন্ন ধরনের স্টাইল ব্যবহার করা হয়েছে।
ব্লগের পোষ্ট পেজে Recent Post Widget সহ আকর্ষণীয় Social Share বাটন যুক্ত করা হয়েছে। পোষ্টের ভীতরে ব্লগের ডিফল্ট Blquote এ কাষ্টম Css যুক্ত করা হয়েছে। ফলে Blquote বাটনে ক্লিক করেই সহজে গুরুত্বপূর্ণ লিখাগুলি আলাদভাবে চিহ্নিত করতে পারবেন।
ব্লগের পোষ্ট পেজে Recent Post Widget সহ আকর্ষণীয় Social Share বাটন যুক্ত করা হয়েছে। পোষ্টের ভীতরে ব্লগের ডিফল্ট Blquote এ কাষ্টম Css যুক্ত করা হয়েছে। ফলে Blquote বাটনে ক্লিক করেই সহজে গুরুত্বপূর্ণ লিখাগুলি আলাদভাবে চিহ্নিত করতে পারবেন।
কিছু গুরুত্বপূর্ণ Features
- Google Testing Tool Validator
- Responsive
- Mobile Friendly
- SEO Friendly
- Adsense Ready
- Responsive Ad Slot
- Valid Schema.org
- Related Posts with Thumbnail
- Recent Posts with Thumbnail
- Social Media Buttons
- Social Share Button
- Smooth Back to Top
- Custom Page Numbered
- Search Box
- Smooth Back to Top
- 404 Error Page
এ ছাড়াও ব্লগের অভ্যন্তরে আরো বেশ কিছু আকর্ষণীয় Features রয়েছে। অধীকন্তু আপনি ব্লগটিকে সহজভাবে ব্যবহার করার জন্য Easy Admin Panel তৈরি করা হয়েছে।
সাহায্য জিজ্ঞাসাঃ টেমপ্লেটটি Normally এবং Manually দুই ভাবেই ইন্সটল করতে পারবেন। এটির কোন উইজেট এবং Settings বুঝতে না পারলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা ২৪ ঘন্টার মধ্যে আপনার সমস্যার পরিপূর্ণ সমাধান দেয়ার চেষ্টা করব।
Thanks to share.
উত্তরমুছুনঅনেক টেমপ্লেট দেখেছি আপনার প্রযুক্তি ডটকম টেমপ্লেট এর তুলনা হয়না_প্রযুক্তি ডটকম এর টেমপ্লেট এর নাম কি ?
উত্তরমুছুনধন্যবাদ ভাই, এই টেমপ্লেট এর A-Z আমি নিজেই Develop করেছি।
মুছুনএই টেমপ্লেট এ তো রিসেন্ট পোস্টে মাত্র ৩ টা পোস্ট দেখা যায়,একে বদলানো যাচ্ছে না কেনো?
উত্তরমুছুনসমস্যা টা এইখানে
www.trickboosterz.info
আমি চেক করে দেখেছি, সবগুলি পোষ্ট শো করছে।
মুছুনThank You.
মুছুনদাদা আমি ইনোভেশন থিম ব্যবহার করছি, আমি কালো কালার পরিবর্তন করে নতুন একটা কিছু কালার করতে চাই। পোস্ট টাইটেল এর নিচে ইমেজটা বড় করে নিচে কনটেন্ট থাকবে তারপর আরো পড়ুন হবে। দোয়া করে কি করতে হবে বলে দিন। আমি পারছি না। নিচে আপনার সাইটের মতো পরবর্তী পোস্ট থাকবে। www.bloggingcafeindia.blogspot.com
উত্তরমুছুনআপনি যে সুবিধাগুলি চাইছেন সেগুলির জন্য আপনার থিমস এর অনেক পরিবর্তন করতে হবে। এ ক্ষেত্রে আপনি ওয়েব ডিজাইন না জানলে বিষয়টি করতে পারবেন না। তাছাড়া আপনার থিমস এর ডেভেলপারদের সাথে যোগাযোগ করলে তারা বিষয়টি সহজে সমাধান দিতে পারবে।
মুছুন