দীর্ঘ বিরতির পর আমরা পুনরায় আকর্ষণীয় একটি SEO Friendly, Responsive and Ads Ready বাংলা Blogger Template শেয়ার করতে যাচ্ছি। আশা করছি এ টেপ্লেটটির ফিচার্সগুলি আপনার ব্লগিংয়ের সকল প্রয়োজন মিটিয়ে নিতে সমর্থ হবে। কাজের ব্যস্ততার কারনে ইচ্ছা থাকা সত্বেও অনেক দিন যাবৎ ব্লগিং হতে বিরত ছিলাম। আশা করছি এখন থেকে সবার সাথে নিয়মিত সময় দিতে পারব।
এই টেমপ্লেটিরও বাংলা এবং ইংরেজী দুটি ভার্সনই রয়েছে। আমরা আপতত শুধুমাত্র বাংলা ভার্সনটি পাবলিশ করব। আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগক্রমে ইংলিশ ভার্সনটি নিতে পারবেন। নিচে আমরা এর বিশেষ কয়েকটি ফিচার্স নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে সবগুলি ফিচার্স সংক্ষেপে দেখব।
তাছাড়াও টেমপ্লেটটিতে আরো বিভিন্ন ধরনের উইজেট ও ডিজাইন যুক্ত করা আছে, যেগুলি বিস্তারিত বিশ্নেষন করার সম্ভব নয়। সে জন্য আমরা সংক্ষেপে ফিচার্সগুলি আপনাদের সামনে তুলে ধরছি।
এ ছাড়াও আরো বেশ কিছু ফিচার্স রয়েছে, যেগুলি এখানে আমরা বর্ণনা করছি না। আপনি টেমপ্লেটির লাইভ ডেমো দেখলে পরিপূর্ণ ধারনা নিতে পারবেন।
লাইভ দেখুন
ফ্রি ডাউনলোড
মূল্য ৮৫০ টাকা
টেমপ্লেটটির বাংলা এবং ইংলিশ আলাদা দুটি ভার্সন রয়েছে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগক্রমে যে কোনটি কিনতে পারেন। অধীকন্তু আপনি যদি টেমপ্লেটটিতে আপনার পছন্দের কোন ডিজাইন বা অপশন যুক্ত করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে টেমপ্লেটটিকে আপনার মনেরমত করে সাজিয়ে দেব।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
এই টেমপ্লেটটির সকল অংশ পরিপূর্ণভাবে সার্চ ইঞ্জিনের উপযোগী করে তৈরি করা হয়েছে। এটি ব্যবহার করলে টেমপ্লেটের কোন অংশ এসইও করার কথা ভাবতে হবে না। তবে আমাদের পলিসি অনুসারে ফ্রি ভার্সনটিতে এসইও এর সকল অংশ শেয়ার করব পারছি না। এসইও এর সকল সুবিধা পাওয়ার জন্য Pro ভার্সনটি ব্যবহার করতে হবে।Responsive Design
বর্তমান সময়ের সবচেয়ে বেশী ব্যবহৃত যত ধরনের ছোট বড় ডিভাইস রয়েছে, তার সবগুলির উপযোগী করে তৈরি করা হয়েছে। সেই জন্য টেমপ্লেটটি কম্পিউটার, ল্যাপটপ, টেবলেট এবং মোবাইল থেকে সহজে ভিজিট করে কনটেন্ট পড়া যাবে। বিশেষ করে মোবাইল থেকে স্লো গতির ইন্টারনেট ব্যবহারকারীরাও যাতে সহজে ভিজিট করতে পারে, সে জন্য এটিকে Highly Mobile Optimized করা হয়েছে। তাছাড়া এটির সকল উইজেটগুলি সব ধরনের ডিভাইসের সাথে সামাঞ্জস্য রেখে আলাদা আলাদা ডিজাইন করা হয়েছে।Ads Ready
যারা ব্লগে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন ব্যবহার করেন কিংবা ভবিষ্যতে ব্যবহার করার কথা ভাবছেন, তারা এ টেমপ্লেটটি ব্যবহার করে বিশেষ সুবিধা ভোগ করতে পারবেন। কারণ টেমপ্লেটির Layout সহ বিভিন্ন জায়গাতে বিজ্ঞাপন কোড বসানোর জন্য মাপমত জায়গা রাখা হয়েছে।দ্রুত গতি
এই টেমপ্লেটটির গুনাবলীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট হচ্ছে এটি সকল ধরনের ব্রাউজারে খুব দ্রুত লোড নেবে। কারণ এটিতে HTML5, CSS3, JavaScript সহ সকল ধরনের কোডগুলিকে Minify করে ব্যবহার করা হয়েছে। ফলে এটি আপনার ব্লগের লোড টাইমের উপর বাড়তী কোন প্রভাব না।তাছাড়াও টেমপ্লেটটিতে আরো বিভিন্ন ধরনের উইজেট ও ডিজাইন যুক্ত করা আছে, যেগুলি বিস্তারিত বিশ্নেষন করার সম্ভব নয়। সে জন্য আমরা সংক্ষেপে ফিচার্সগুলি আপনাদের সামনে তুলে ধরছি।
Features | Free Version | Pro Version |
---|---|---|
Google Testing Tool Validator | Yes | No |
Responsive | Yes | Yes |
Mobile Friendly | Yes | Yes |
SEO Friendly 80% | Yes | No |
SEO Friendly 100% | No | Yes |
Total https: Optimized | No | Yes |
Adsense Ready | Yes | Yes |
Personal Blog | Yes | Yes |
Two Column | Yes | Yes |
Three Column Footer | Yes | Yes |
HTML5 | Yes | Yes |
Responsive Ad Slot | Yes | Yes |
Valid Schema.org 40% | Yes | No |
Valid Schema.org 100% | No | Yes |
Comment Thread | Yes | Yes |
High CTR | Yes | Yes |
Auto Read More with Thumbnail | Yes | Yes |
Related Posts with Thumbnail | Yes | Yes |
News Ticker | Yes | Yes |
Top Social Media | Yes | Yes |
Social Share Button | Yes | Yes |
Smooth Back to Top | Yes | Yes |
Custom Page Numbered | Yes | Yes |
Breadcrumbs | Yes | Yes |
Search Box | Yes | Yes |
404 Error Page | Yes | Yes |
Credit Encryption | Yes | No |
Responsive Table | Yes | Yes |
Material Buttons | Yes | Yes |
Four Type Tooltip | Yes | Yes |
Custom Blockquote Style | Yes | Yes |
Spoiler Button | Yes | Yes |
Sticky Option | No | Yes |
Stylist Feature Post | Yes | Yes |
Documentation | No | Yes |
All Time Support | No | Yes |
টেমপ্লেটটির বাংলা এবং ইংলিশ আলাদা দুটি ভার্সন রয়েছে। আপনি চাইলে আমাদের সাথে যোগাযোগক্রমে যে কোনটি কিনতে পারেন। অধীকন্তু আপনি যদি টেমপ্লেটটিতে আপনার পছন্দের কোন ডিজাইন বা অপশন যুক্ত করতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে টেমপ্লেটটিকে আপনার মনেরমত করে সাজিয়ে দেব।
Apnar sob gulo template er style same, try make some deferent, don't mind bro.
উত্তরমুছুনহ্যা, আপনি ঠিক বলেছেন। তার কারণ হচ্ছে আমি এ যাবত যতগুলি টেমপ্লেট শেয়ার করেছি সবগুলিই পার্সনাল টেমপ্লেট। পার্সনাল টেমপ্লেটের পারফেক্ট স্টাইল হচ্ছে এটি। তাছাড়া আপনি বলেছেন সবগুলি একই ধরনের টেমপ্লেট। এটি কোনভাবেই ঠিক নয়। প্রত্যেকটি টেমপ্লেট কিছু ভিন্ন ভিন্ন অপশনের মাধ্যমে তৈরি করা হয়েছে। অধিকন্তু আপনি কি ধরনের টেমপ্লেট চান সেটা আমাদের জানাতে পারেন। আমরা আপনার পছন্দমত টেমপ্লেট তৈরি করব। ধন্যবাদ...
মুছুনtnx bro
মুছুনভাই এই টেমপ্লেট গুলো কি দিয়ে তৈরি করেন । সফটওয়ার গুলোর নাম বলবেন plZ
উত্তরমুছুনকি ধরনের অজগুবি প্রশ্ন করেন ভাই? টেমপ্লেট তৈরি করার জন্য কোন ধরনের সফ্টওয়ার প্রয়োজন হয় না। ব্লগার থেকে Edit করে নিতে হয়।
মুছুনvai chithra templet ta aponi English varson korle amar mane ho valo hobe.
উত্তরমুছুনbro amar website ta ki thil asee?
উত্তরমুছুনwww.tricksblogbd.com
Share button mobile version a show korsa na kno??
উত্তরমুছুনhttp://soriabd.blogspot.com/
Share button গুলি mobile version থেকে হাইড করে রাখা হয়েছে।
মুছুনGreat Template. thanks my site www.nittobarta.blogspot.com
উত্তরমুছুনThank you buddy
মুছুনShare button Show korabo kivabe?
উত্তরমুছুনটেমপ্লেটের ভীতর হতে .pro-share অংশটি সার্চ করে display:none অংশটি মুছে দিলেই হবে।
মুছুনWow . Thank roshid vai. My site: mixpostbd.blogspot.com e ki kono somoshsha ase? Plz dekhen
উত্তরমুছুনভাইয়া ফুটার এর "প্রযুক্তি ডটকম" লেখাটা রিমুভ করবো কিভাবে?
উত্তরমুছুনApnader dewa portekta template check korsi....lekha blod support kore na...sudu heading support kore....lekha blod support korar jonno upay bloun....lekha blod kore post korle....view kore dekhi blod hoi na...aitar akta somadhan din...plz.
উত্তরমুছুনআমার মনেহয় আপনার ব্রাউজারে সমস্যা আছে। কারণ আমি আবার চেক করে দেখেছি, কাজ করছে।
মুছুনAmar comment publish kora hok
উত্তরমুছুনআমরা সবসময় কমেন্ট পাবলিশ করি এবং প্রতিউত্তর সহ যথাযথ মূল্যায়ন করি। সম্প্রতি আমি খুবই ব্যস্ত ছিলাম বিধায় অনলাইন থেকে দূরে থাকার কারনে কমেন্ট পাবলিশ করতে বিলম্ব হয়েছে। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ...
মুছুনComment Option ki kore chalu korbo
উত্তরমুছুনআপনার সমস্যা সম্পর্কে আরো বিস্তারিত জানাতে হবে। তাহলে সমস্যার সঠিক সমাধান দিতে পারব...
মুছুনneed english version pls upload
উত্তরমুছুনআমাদের সাথে যোগাযোগক্রমে নিতে পারেন...
মুছুন